আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দা আফগানিস্তান ব্যাংক (ডিএবি) শনিবার তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ইসলামিক আমিরাতের প্রথম বছরের আর্থিক কার্যক্রম এবং অর্জনসমূহ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান ০.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মুদ্রার স্থিতিশীলতা নির্দেশ করে।
ডিএবি জানায়, বাণিজ্যিক ব্যাংকগুলোকে পূর্বে বীমা খাতে দেওয়া ৫ বিলিয়ন আফগানি অর্থ ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থাকে পরিচ্ছন্ন রাখতে ৫ বিলিয়ন পুরাতন বা জীর্ণ নোট সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট সম্পদ ১৫ বিলিয়ন আফগানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ২০২৪ সালে ১৬,০০০ ব্যক্তিকে ইসলামিক অর্থায়নের আওতায় আনা হয়েছে। শুধু তিন মাসেই জনগণ ব্যাংকে জমা রেখেছে ৭৯ বিলিয়ন আফগানি, যা ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধির প্রমাণ।
ডিএবি জানায়, আফগান ব্যাংকগুলোর বর্তমানে বিশ্বের প্রায় ২০০টি ব্যাংকের সঙ্গে লেনদেন ও কার্যসম্পর্ক রয়েছে। একইসঙ্গে, ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণেও জোর তৎপরতা চলছে।
উল্লেখ্য, ইসলামিক আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানের এক বছরের অর্জনের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ও শনিবার তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এনএইচ/