ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ‘অ্যাওফি’ (AAOIFI)-এর তত্ত্ববধানে ও বাহরাইন কেন্দ্রীয় ব্যাংকের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী ২৩তম শরিয়াহ বোর্ড সম্মেলন শুরু হয়েছে।
আজ রবিবার (২০ এপ্রিল) বাহরাইনের রাজধানী মানামার ক্রাউন প্লাজা হোটেলে সম্মেলনটি শুরু হয়। আগামীকাল সোমবার (২২ এপ্রিল) পর্যন্ত তা চলবে। এতে বিশ্বের প্রবীণ ইসলামী অর্থনীতিবিদ, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অ্যাওফি-এর শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ও পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক শায়খ আল্লামা তাকি উসমানি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাওফি-এর বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান শায়খ ইবরাহিম বিন খলিফা আল খলিফা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ কবির আহমেদ ও ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ উমর বানাজাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ কবির আহমেদ বলেছেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শরিয়াহ পরিপালন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বদ্ধপরিকর। এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করছে।
এই বছরের সম্মেলনে ২০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এরমধ্যে রয়েছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন, পাকিস্তান, বাংলাদেশ, মরক্কো, আলজেরিয়া, সুদান, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্য। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি, শরিয়া বোর্ডের সদস্য, শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ, ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী এবং আন্তর্জাতিক মান নির্ধারণকারী সংস্থাগুলোর প্রতিনিধিরা।
এক বিবৃতিতে অ্যাওফি-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শায়খ ইবরাহিম বিন খলিফা আল খলিফা বলেন, ‘বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক এবং বেশ কয়েকটি ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (অ্যাওফি)-এর সহায়তায় আয়োজিত এই শরিয়াহ সম্মেলন গত ২২ বছর ধরে বিশ্বব্যাপী ইসলামী অর্থ শিল্প পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
তিনি আরো বলেন, ‘এই সম্মেলনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন প্রচলিত আর্থিক ব্যবস্থার টেকসই এবং নৈতিক বিকল্প হিসেবে ইসলামী অর্থব্যবস্থার বিশ্বব্যাপী স্বীকৃতি বৃদ্ধি পাচ্ছে। অ্যাওফি ইসলামী আর্থিক অনুশীলনের উন্নয়ন ও মানসম্মতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। যার মান বিশ্বব্যাপী ৪০টির বেশি দেশে ৪৫টিরও বেশি নিয়ন্ত্রক ও তত্ত্বাবধানকারী সংস্থা গ্রহণ করেছে।’
বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন- শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ও সেন্টার ফর ইসলামিক ইকোনমিকস বসুন্ধরা, ঢাকার সিইও মুফতি শাহেদ রহমানি, সিটি ব্যাংকের শরিয়াহ কমিটির চেয়ারম্যান ও উত্তর বাড্ডা কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সিটি ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের সদস্য, এডিএল-এর সিইও ড. মুফতি ইউসুফ সুলতান, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের মহাসচিব মো. আবদুল্লাহ শরীফসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা।
এমএইচ/