শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির 

অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর দু’দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার পর এবার পাকিস্তানও দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান তাৎক্ষণিকভাবে ভারতীয় নাগরিকদের দেয়া সব ভিসা বাতিল করার পাশাপাশি প্রতিবেশী দেশের কিছু কূটনীতিককে বহিষ্কার করেছে এবং ভারতীয় বিমানের জন্য পাকিস্তানি আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এদিকে ভারতীয় পুলিশ হামলার পেছনে সন্দেহভাজন চারজনের মধ্যে তিনজনের নাম প্রকাশ করে জানিয়েছে, হামলাকারীদের মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক এবং তৃতীয়জন স্থানীয় কাশ্মিরি ব্যক্তি। নামধারী ওই তিন সন্দেহভাজন ব্যক্তিই পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্য। অভিযোগের বিষয়ে তাদের কেউই কোনো মন্তব্য করেননি।

তবে পাকিস্তান ওই হামলায় তাদের ভূমিকা থাকার ভারতীয় দাবি অস্বীকার করেছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক বিবৃতিতে পেহেলগাম হামলার সাথে পাকিস্তানের যোগসূত্র থাকার বিষয়’টি বাতিল করে দেয়া হয়েছে এবং বলা হয়েছে, এর কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

পেহেলগামে হামলার পর বুধবার সন্ধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে দু’দেশের মধ্যে চলাচলের প্রধান স্থলপথ আটারি-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেয়া, পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা তাৎক্ষণিকভাবে বাতিল করে দেয়া এবং ছয় দশকের পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিত করা।

পাকিস্তান এর প্রতিক্রিয়ায় ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, পানির প্রবাহ বন্ধ বা অন্য দিকে সরা’নোর যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধের ঘোষণার’ শামিল হিসেবে বিবেচিত হবে।

দেশটি পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় মালিকানাধীন বা ভারত পরিচালিত সব বিমান সং’স্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং ভারতের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে। এছাড়াও পাকিস্তানে অবস্থিত ভ ‘রতীয় হাইকমিশনে কূটনীতিকের সংখ্যা কমিয়ে ৩০ জন করা হয়েছে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ত্যাগ করতে বলা হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর দু’দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার পর এবার পাকিস্তানও দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান তাৎক্ষণিকভাবে ভারতীয় নাগরিকদের দেয়া সব ভিসা বাতিল করার পাশাপাশি প্রতিবেশী দেশের কিছু কূটনীতিককে বহিষ্কার করেছে এবং ভারতীয় বিমানের জন্য পাকিস্তানি আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এদিকে ভারতীয় পুলিশ হামলার পেছনে সন্দেহভাজন চারজনের মধ্যে তিনজনের নাম প্রকাশ করে জানিয়েছে, হামলাকারীদের মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক এবং তৃতীয়জন স্থানীয় কাশ্মিরি ব্যক্তি। নামধারী ওই তিন সন্দেহভাজন ব্যক্তিই পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্য। অভিযোগের বিষয়ে তাদের কেউই কোনো মন্তব্য করেননি।

তবে পাকিস্তান ওই হামলায় তাদের ভূমিকা থাকার ভারতীয় দাবি অস্বীকার করেছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক বিবৃতিতে পেহেলগাম হামলার সাথে পাকিস্তানের যোগসূত্র থাকার বিষয়’টি বাতিল করে দেয়া হয়েছে এবং বলা হয়েছে, এর কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

পেহেলগামে হামলার পর বুধবার সন্ধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে দু’দেশের মধ্যে চলাচলের প্রধান স্থলপথ আটারি-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেয়া, পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা তাৎক্ষণিকভাবে বাতিল করে দেয়া এবং ছয় দশকের পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিত করা।

পাকিস্তান এর প্রতিক্রিয়ায় ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, পানির প্রবাহ বন্ধ বা অন্য দিকে সরা’নোর যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধের ঘোষণার’ শামিল হিসেবে বিবেচিত হবে।

দেশটি পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় মালিকানাধীন বা ভারত পরিচালিত সব বিমান সং’স্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং ভারতের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে। এছাড়াও পাকিস্তানে অবস্থিত ভ ‘রতীয় হাইকমিশনে কূটনীতিকের সংখ্যা কমিয়ে ৩০ জন করা হয়েছে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ত্যাগ করতে বলা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ