শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

সিরিয়া থেকে এক হাজার সৈন্য সরিয়ে নিচ্ছে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুব শীঘ্রই সিরিয়া থেকে ১ হাজার মার্কিন সৈন্য প্রত্যাহার করতে যাচ্ছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় আগামী কয়েক মাসের মধ্যেই সিরিয়ায় মার্কিন সৈন্যের সংখ্যা ১ হাজারেরও কমে নামিয়ে আনা হবে।

শুক্রবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল।

বিবৃতিতে বলা হয়েছে, “আজ সিরিয়ায় মার্কিন সৈন্যদের নির্দিষ্ট স্থানে একত্রিত করার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব। সচেতন ও শর্তসাপেক্ষ এই প্রক্রিয়া আগামী কয়েক মাসের মধ্যেই সিরিয়ায় মার্কিন সৈন্য এক হাজারেরও কমে নামিয়ে আনা হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, এই একত্রীকরণ প্রক্রিয়ার সাথে সাথে, সিরিয়াতে বেশ কিছু মার্কিন সৈন্য থেকে যাবে। যারা অবশিষ্ট দায়েস সন্ত্রাসীদের দমনের জন্য প্রস্তুত থাকবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সিরিয়ায় মার্কিন সৈন্যদের উপস্থিতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রথম মেয়াদে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তবে এবার সেই পরিকল্পনার দিকে হাঁটছে ওয়াশিংটন। সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে একটি বৈঠকের সময় সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি।

উল্লেখ্য, আমেরিকার বক্তব্য অনুযায়ী, সিরিয়াতে ২ হাজার মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে। তবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এই সৈন্যের সংখ্যা আরও বেশি।

সূত্র: ফ্রান্স ২৪

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ