ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্ববর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশে দেশে। পাকিস্তানেও পালিত হচ্ছে নানা কর্মসূচি। এবার পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম ‘গাজা মিলিয়ন মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে।
আগামী ২৭ এপ্রিল পাকিস্তানের লাহোরে এই কর্মসূচি পালিত হবে। এতে লাখ লাখ মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করা, তাদের অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা ইসরায়েলের অব্যাহত নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে শুক্রবার (১৮ এপ্রিল) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আবদুল গফুর হায়দারি এবং মোহাম্মদ আসলাম ঘোরিসহ কেন্দ্রীয় নেতা বৈঠকে অংশগ্রহণ করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম ২৭ এপ্রিল লাহোরের মিনারে পাকিস্তানে নির্যাতিত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য ‘গাজা মিলিয়ন মার্চ’ এর ঘোষণা দিয়েছে।এই কর্মসূচি বাস্তবায়নের জন্য দলটি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
এর আগে পাকিস্তানের করাচিতে ‘গাজা সংহতি সমাবেশ’ নামে বড় গণজমায়েত করে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান। সেখানে মাওলানা ফজলুর রহমান বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখে তাদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার ডাক দেন।
এনএইচ/