সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারি দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার ‘জয় শ্রী রাম’ না বলায় ইমামকে বেধড়ক পেটাল উগ্র হিন্দুরা! আন্তর্জাতিক ইসলামি বইমেলায় কওমি শিক্ষার্থীদের লিটলম্যাগ কর্নার নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার  রবিউস সানি মাসের চাঁদ দেখতে বসছে কমিটি আজহারীর বর্ণনায় নবীজির শারীরিক ও চারিত্রিক সৌন্দর্য জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু

সৌদিতে ডিজিটাল হজ পারমিট যারা পাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবাসিক কর্মীদের জন্য ডিজিটাল হজ পারমিট চালু করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তরফ থেকে জানানো হয়, হজ মৌসুমে পবিত্র মক্কা নগরীকে প্রবেশের অনুমতি পেতে আবাসিক কর্মীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে পাসপোর্ট অধিদপ্তর। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্ল্যাটফর্ম আবশার ও মুকিম পোর্টালের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। ফলে পাসপোর্ট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না।

প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর প্ল্যাটফর্ম আবশারের মাধ্যমে আবেদনকারী অভ্যন্তরীণ গৃহকর্মী, নির্ভরশীল ব্যক্তিবর্গ, প্রিমিয়াম আবাসিক অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি, বিনিয়োগকারী, নাগরিকদের মায়েরা এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের অনুমোদন ইস্যু করা হচ্ছে।

মুকিম পোর্টালের মাধ্যমে মক্কাভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করেন এমন ব্যক্তি, মৌসুমি ওয়ার্ক ভিসাধারী ব্যক্তি ও হজের মৌসুমে এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি আছে এমন ব্যক্তিদের অনুমতিপত্র দেওয়া হয়। আগামী ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে অনুমতি নিতে হবে।

অনুমতিপত্র ছাড়া কাউকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। এমন চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার নিজ বাসস্থানে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পবিত্র স্থাপনাগুলোতে ওয়ার্ক পারমিট আছে এমন বাসিন্দারা এর আওতার বাইরে থাকবেন। মক্কা থেকে আবাসিক আইডি কার্ড ইস্যু করা হয়েছে এমন ব্যক্তি এবং যাদের বৈধ হজের অনুমতি আছে, তারা এর বাইরে থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৯ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবে না। ওই দিন থেকে ১০ জুন পর্যন্ত নাগরিক, উপসাগরীয় দেশগুলোর নাগরিক, বাসিন্দা এবং অন্য ভিসাধারীদের জন্য নুসুক প্ল্যাটর্ফম ব্যবহার করে উমরা অনুমোদন ইস্যু স্থগিত থাকবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ