ভারতের সংসদে সদ্য পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধন বিলের বিরুদ্ধে দেশটিতে প্রতিবাদ অব্যাহত আছে। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কেরালার কোঝিকোড সৈকতে হাজার হাজার মানুষ ভিড় জমান কেন্দ্রীয় সরকারের সদ্য পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।
ভারতীয় ইউনিয়ন মুসলিম লিগ (IUML) আয়োজিত এই সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নামে। আয়োজকরা দাবি করেছেন, এতে দুই লাখের বেশি মানুষ অংশ নেন এবং এটিকে ভারতের এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ বলে আখ্যা দিয়েছেন।
প্রতিবাদকারীরা বিপুল সংখ্যায় হাজির হন, হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে, যাতে আইনটির নিন্দা জানানো হয়। তাদের অভিযোগ, এই আইন মুসলিম সম্প্রদায়ের সাংবিধানিক অধিকারকে খর্ব করে।
সমাবেশের উদ্বোধন করেন আইইউএমএলের রাজ্য সভাপতি পনক্কাড সাঈয়্যিদ সাদিক আলি শিহাব থানগল। তিনি এই আইনটির তীব্র সমালোচনা করেন এবং তাঁর ভাষণে আশা প্রকাশ করেন যে, সুপ্রিম কোর্ট এই সংবিধানবিরোধী পদক্ষেপ বাতিল করবে। আইইউএমএল ইতোমধ্যেই এই আইনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে একটি আবেদন দায়ের করেছে।
এই কর্মসূচিতে কেরালার বাইরের নেতারাও অংশ নেন। কংগ্রেস নেতা এবং কর্ণাটকের মন্ত্রী কৃষ্ণ বাইরে গৌড়া এবং তেলেঙ্গানার মন্ত্রী দানসারি অনসূয়া (সীতাক্কা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যা আইনটির বিরুদ্ধে বৃহত্তর বিরোধিতার ইঙ্গিত দেয়।
আইইউএমএলের জাতীয় সভাপতি ও প্রাক্তন সাংসদ কে. এম. কাদের মোহিদ্দিন এবং দলের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ পি. কে. কুনহালিকুট্টি প্রধান বক্তাদের মধ্যে ছিলেন। এছাড়া সাংসদ ই. টি. মুহাম্মদ বশীর, পি. ভি. আবদুল ওয়াহাব এবং এম. পি. আবদুসসামাদ সামাদানিও সমাবেশে বক্তব্য দেন এবং ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দলের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এই প্রতিবাদ কর্মসূচি ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে চলমান জাতীয় বিতর্কে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে। আইইউএমএলের নেতারা পুনরায় জানিয়েছেন, তাঁরা মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় এবং সংখ্যালঘু প্রতিষ্ঠানগুরোকে সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত রাখার লক্ষ্যে তাদের আইনগত ও গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন।
সূত্র: মুসলিম মিরর
এনএইচ/