বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

গাজা নিয়ে ইসরায়েলের নতুন ফাঁদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : গাজা নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে ইসরায়েল। একের পর এক বোমা ফেলে গুড়িয়ে দিয়েছে গাজার প্রতিটি বাড়ি-ঘর। ধ্বংস করে দিয়েছে তিলে তিলে গড়ে তোলা মানুষের স্বপ্ন। ইসরায়েলি বোমায় যারা শহীদ হয়েছেন তারা সত্যিই বেঁচে গেছেন। তাদের আর দুনিয়া নিয়ে কিছুই ভাবতে হচ্ছে না। কিন্তু আজও যারা বেঁচে আছে, আজও যারা নিজেদের ভূমির অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করে যাচ্ছে সব চিন্তা তো শুধু তাদেরই।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ধ্বংস্তুপ পরিষ্কার করার জন্য গাজাবাসীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন করা হোক। গাজা পরিপূর্ণভাবে পরিষ্কার হওয়ার পর তাদেরকে আবার ফিরিয়ে আনা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য লুফে নিয়েছে ইরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

তিনি দেশটির চ্যানেল ১২ কে বলেছেন আমরা ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানাই। 
ইরায়েলের অর্থমন্ত্রী আরো বলেন, আমরা গত ৭৬ বছর ধরে গাজার মানুষদের জোরপূর্বক ও কঠোর পরিস্থিতিতে রেখেছি যাতে তারা অন্যত্র চলে যায়। ট্রাম্প আমাদের এই পরিকল্পনা বস্তাবায়নের পক্ষেই আরো এক ধাপ এগিয়ে দিলেন। তার বক্তব্যটি সত্যিই চমৎকার। 

১৯ জানুয়ারী গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক সপ্তাহ পর এই প্রস্তাব দিলেন ট্রাম্প। এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের গণহত্যা যুদ্ধ স্থগিত হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর্যন্ত ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

আর আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু বিশ্ব নেতারা ইসরায়েলের বিষয়ে কোনো কথাই বলছেন না। তারা বারবারই ফিলিস্তিনের অসহায় মানুষদের গাজা থেকে উৎখাত করার চেষ্টা করছেন।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ