বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

প্রথমবারের মতো নিজেদের তৈরি পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। শুক্রবার (১৭ জানুয়ারি) উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি নিক্ষেপ করা হয়। পাকিস্তান মহাকাশ সংস্থার বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা, দুর্যোগে সাড়া প্রদান, উন্নততর নগর পরিকল্পনা ও কৃষির উন্নতিতে সহায়ক হবে এই পিআরএসসি-ইও ওয়ান স্যাটেলাইট।

স্যাটেলাইটটি ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে সূর্যের আলো প্রতিফলন বা বিকিরণ শনাক্ত করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য ও ছবি সংগ্রহ করতে সক্ষম।

এদিকে, চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, একইদিনে চীনের লং-মার্চ টুডি ক্যারিয়ার রকেট আরও দুটি স্যাটেলাইট প্রেরণ করেছে। এগুলো হচ্ছে, তিয়ানলু ওয়ান এবং ব্লু কার্বন ওয়ান।

স্যাটেলাইট উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সুপারকোর নেতৃত্বে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে পাকিস্তানের ক্রমবর্ধমান সক্ষমতা প্রমাণিত হলো।

বর্তমানে পাঁচশ কোটি ডলার মূল্যের পর্যবেক্ষণ স্যাটেলাইটের বাজার বাণিজ্যিক মহাকাশ শিল্পের দ্রুততম বর্ধনশীল খাতগুলোর একটি। ২০৩৩ সালের মধ্যে এটি আটশ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করেছে নোভাস্পেস।

বিশ্বের নিখুঁত পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ বেশ কয়েকটি দেশ সরকারি ও বেসরকারি অর্থায়নে স্যাটেলাইট তৈরিতে মনোযোগ বৃদ্ধি করেছে। চলতি মাসে, ভারতীয় প্রতিষ্ঠান পিক্সেল দেশটির প্রথম বেসরকারিভাবে নির্মিত স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ