শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


ফুলবাড়ী সীমান্তে নিজের রাইফেলে বিজিবি সদস্যের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ১:৩০ টার দিকে লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে গংগারহাট বিওপি ক্যাম্পে ঘটনাটি ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, নাসিম উদ্দিন সীমান্তে টহলে যাওয়ার প্রস্তুতি হিসেবে ইউনিফর্ম পরিধান করে নিজের অস্ত্র হাতে নেন। পরে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজ বুকে গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়তে দেখেন।

পরবর্তীতে তাকে ব্যারাকের বারান্দায় নিয়ে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এই ঘটনায় এলাকায় ও বিজিবি সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ