শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিয়ানীবাজার উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ।

সাধারণ সম্পাদক মুস্তফা আল মাসউদ শাহীন এর সঞ্চালনায় এবং নির্বাহী সদস্য হাফিজ আব্দুল কাইয়ুমের তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

বক্তারা বলেন, যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তুলতে যুব জমিয়তকে নেতৃত্বের অগ্রবর্তী বাহিনী হিসেবে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে ইনসাফভিত্তিক পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন—সহ-সভাপতি হাফিজ মাওলানা দিলওয়ার হোসাইন, শাহ আলম, হাফিজ আব্দুল ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মনজুরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হক, মাওলানা ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ ওবায়দুল্লাহ ও আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হিফজুল আমিন খান, প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ রেজা, দায়ী সম্পাদক মাওলানা আবু সাঈদ, সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সম্পাদক মাওলানা নূরুল আমীন, তথ্য ও গবেষণা সম্পাদক আজহারুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক ফয়সাল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক তাহিদ আহমদ ফয়সাল, নির্বাহী সদস্য নাসির উদ্দীন, হাফিজ আব্দুল কাইয়ুম, এনামুল হাসান মিশু প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ