শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের সমাবেশ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান (খাগড়াছড়ি প্রতিনিধি)

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে গণ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় শহরের চেঙ্গী স্কোয়ার থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম মোহাম্মদপুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।
তিনি বলেন, সকল রাজনীতির দল, ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

সেদিন অনেক ভাইকে রাজপথে শহীদ এবং গুলিবিদ্ধ হয়ে কাতরাতে দেখেছি। রাজনীতির দলগুলোর পরামর্শক্রমে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এক বছর পেরিয়ে গেলেও আমরা খুনিদের দৃশ্যমান বিচার দেখছি না। খুনিদের বিচার হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না। নতুন বাংলাদেশে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চাই। 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা সাধারণ সম্পাদক ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা কাওছার আজিজী,খাগড়াছড়ি জেলা জামায়েত এর কর্মপরিষদের সদস্য মোঃ ইলিয়াছ হোসেন,বাংলাদেশ খেলাফতে মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আক্তারুজামান ফারুকী প্রমূখ বক্তব্য রাখেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ