শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মহেশখালীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আবু হায়দার গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবু হায়দারকে ৭ সেপ্টেম্বর (রবিবার) বিকালে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। তিনি জুলাই আন্দোলনে হামলা ও বিস্ফোরণ মামলার পলাতক আসামি ছিলেন।

পুলিশ জানায়, তাকে মাতারবাড়ি থেকে গ্রেপ্তার করে দ্রুত মহেশখালী থানায় নিয়ে আসা হয়, এবং বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা, including জুলাই আন্দোলনের হামলা, বিস্ফোরণ, এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলা রয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, ৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে মাতারবাড়ি থেকে আবু হায়দারকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এসব মামলা হয়, তবে কোনো মামলায় তিনি আদালত থেকে জামিন পাননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মাতারবাড়ি ইউনিয়নের তিনতামাঝি পাড়া এলাকায় একটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে, একাধিক মামলা থাকলেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে আসছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তবে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অভিযোগ করেছিলেন যে, গভীর রাতে ভোট কারচুপির মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আবু হায়দারকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ