কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়িতে আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হবে।
নারী ও পুরুষের জন্য দুটি আলাদা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে মহিলাদের জন্য এবং বাদ মাগরিব পুরুষদের জন্য ইসলাহি বয়ান চলবে।
পুরুষদের ইসলাহি মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত করবেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের খলিফা প্রবীণ আলেমে দীন হজরত মাওলানা মো. সিরাজুল ইসলাম।
মাহফিলে পবিত্র কুরআন-হাদিসের আলোকে দীনি দাওয়াত, আত্মশুদ্ধি ও ইসলামি আদর্শ নিয়ে আলোচনা তুলে ধরা হবে।
বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী জানান, ইসলাহি মাহফিলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে তালিম, তালকিন ও নসিহতের মাধ্যমে আমলের দিকে ধাবিত করা। সর্বদা নেক আমলের দিকে মানুষকে উৎসাহিত করা। বিশেষভাবে তরুণ এবং নারী সমাজকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করতেই নারী-পুরুষের জন্য পৃথক দুটি মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি এলাকার সকল নারী-পুরুষকে তাদের জন্য নির্ধারিত মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
এসএকে/