শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মনপুরায় বজ্রপাতে কাঁকড়া শিকারিসহ ৮ গরু-মহিষের মৃ’ত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরায় কাঁকড়া শিকারের সময় বজ্রপাতে এক কাঁকড়া শিকারি মৃত্যুবরণ করে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতের আঘাতে ৮ টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটে। এতে তাদের আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে বজ্রপাতে উপজেলার কাজির চর ও উত্তর সাকুচিয়া এবং হাজিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। এই সময় উপজেলার সর্বত্র আধাঘন্টা ব্যাপি বজ্রপাতে ৮ টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত কাঁকড়া শিকারী জীবন দাস (৫০) উপজেলার চর কলাতলী এলাকার হিন্দু আবাসনের বাসিন্দা ছিলেন। তিনি কাজির চর এলাকায় কাঁকড়া শিকারের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে চরকলাতলী এলাকায় নিয়ে আসেন। অপরদিকে বজ্রপাত পড়ে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ইয়াসিন ও জাকিরের ২টি গরু, হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা জিয়া উদ্দিনের ৩ টি গরু, একই ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা শামসুদ্দিনের একটি মহিষ, কলাতলী ইউনিয়নের একটি মহিষের মৃত্যু হয়।

ক্ষতিগ্রস্থ কৃষক জিয়াউদ্দিন জানান, তার ৩টি গরু গোয়াল ঘরে বেঁধে রেখেছিলেন। হঠাৎ করেই একটি বিকট শব্দে গোয়ালঘরের কাছেই বজ্রপাত হয়। এতে গোয়ালে থাকা তিনটি গরু একইসাথে মারা যায়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

এছাড়াও নিজেদের শেষ সম্ভলটুকু হারিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের আহাজারি যেন থামছেই না। গরুর পাশে বসেই অঝরে কাঁদছেন তারা।

মনপুরায় এই ভয়াবহ বজ্রপাতে অনেক শিশু আহত হয়েছে বলে জানা গেছে ।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকাড়ী ও গরু-মহিষের মৃত্যুর থবর পাওয়া গেছে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি জানান, বজ্রপাত পড়ে একজনের মৃত্যুসহ গরু-মহিষের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ