শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

অতি বৃষ্টিতে কমেছে সবজির উৎপাদন, বাজারে দামও চড়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অতি বৃষ্টির প্রভাবে কমেছে শাক সবজির উৎপাদন। এ কারণে বেশিরভাগ সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে স্থানীয় বাজারে লাফিয়ে বাড়ছে শাক সবজির দাম। তবে গত সপ্তাহ থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও নতুন করে সবজির চারা লাগানো ও ফসল উৎপাদন সময়সাপেক্ষ বলে জানিয়েছেন কৃষকরা।

আগামী কয়েক সপ্তাহ বাজারে সব ধরনের সবজির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা কৃষক ও ব্যবসায়ীদের।

শুক্রবার (২২ আগস্ট) ঝিনাইদহের হলিধানী, ডাকবাংলা, বৈডাঙ্গা, বিষয়খালি, ভাটইসহ বিভিন্ন বাজার ঘুরে শাক সবজির এমন চড়া দাম লক্ষ গেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, খুচরা পর্যায়ে আলু প্রতিকেজি ২৫ টাকা, পুঁইশাক প্রতি আঁটি ৩৫ থেকে ৪০ টাকা, পুঁইশাক মেচড়ী ১২০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ১০০ টাকা, আমড়া ৩০ থেকে ৩৫ টাকা, করলা ৮০ থেকে ১১০ টাকা, ওল ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাচ কলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ। তবে সপ্তাহে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা থাকলেও এই সপ্তাহের শুরু থেকে মরিচের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। একইভাবে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা, রসুন ১০০ টাকা, শুকনা মরিচ ৩৫০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ২৫০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে। তবে এসব শাক সবজির দাম পাইকারি বাজারে গড়ে ১০ থেকে ১৫ টাকা কমে ক্রয়-বিক্রয় করতে দেখা গেছে।

সদর উপজেলার বেড়াদী গ্রামের সবজি চাষি গরিফুল ইসলাম জানান, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা ১৫ দিন প্রায় বৃষ্টি হয়েছে। ফলে সবজির খেত সব নষ্ট হয়ে গেছে। যে কারণে বাজারে শাক সবজির দাম বেশি। আবার প্রতিদিন বৃষ্টির কারণে নতুন করে সবজির জমি প্রস্তুত করতে সময় লাগবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ