বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু, মূল হোতা গ্রেফতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখার কারণে এক নবজাতকের মৃত্যু ঘটেছে। ঘটনার মূল হোতা সবুজ দেওয়ানকে শনিবার ভোরে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সবুজ দেওয়ান (২৮) সদর উপজেলার ধানুকা এলাকার আবু তাহের দেওয়ানের ছেলে। শিশুর বাবা নূর হোসেন সরদার শুক্রবার রাতে সবুজ দেওয়ানসহ ৫ জনকে আসামি করে পালং মডেল থানায় মামলা করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানী এলাকার নূর হোসেনের স্ত্রী রুমা বেগম বৃহস্পতিবার দুপুরে নিউ মেট্রো ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। শিশুটি কিছুটা অসুস্থ থাকায় তারা রাতে ঢাকায় নেওয়ার জন্য একটি ভাড়া অ্যাম্বুলেন্সে রওনা হন।

কিন্তু স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান অ্যাম্বুলেন্সটি আটকে রাখে এবং চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। দীর্ঘ ৪০ মিনিট আটকে রাখার কারণে শিশুটি পথেই মারা যায়।

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন জানিয়েছেন, “ঘটনার খবর পেয়ে আমরা অপরাধীদের গ্রেফতারে তৎপর হই। গোপন সংবাদের ভিত্তিতে মূল হোতা সবুজ দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের কাজও চলছে।”

শিশুর বাবা নূর হোসেন সরদার দাবি করেছেন, “প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ