শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়ে বলেন, এ নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব।

তিনি বলেন, “পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনসহ সরকারের সব অঙ্গ-সংগঠন মিলে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহ সৃষ্টি করছেন, তাদের বলব—আপনারা থামুন। রোজা শুরুর আগেই ভোট হবে। নির্বাচন কমিশন ডিসেম্বর মাসেই তফসিল ঘোষণা করবে।”

নির্বাচনের পরিবেশ আছে কিনা—এমন প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন,
“শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সরকারের অন্যতম দায়িত্ব। নির্বাচন কমিশন ও সরকার সে অনুযায়ী কাজ করছে। পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে জনগণেরও দায়িত্ব আছে—সবাই মিলে একটি ভালো নির্বাচন করতে হবে। এখন জেলা, উপজেলা, এমনকি পাড়া-মহল্লায়ও মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। নির্বাচনের আমেজ তৈরি হলে মানুষের মধ্যে যে কোনো সংশয় আছে, তা দূর হয়ে যাবে।”

প্রেস সচিব আরও বলেন, “জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল সংস্কার। সেই সংস্কার বাস্তবায়নের কাজ চলমান। অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে এই নির্বাচনের ঘোষণা আদৌ আসবে কিনা—কিন্তু ঘোষণা তো এসেছে। একইভাবে সংস্কারের অংশ হিসেবে ‘জুলাই চার্টার’ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আমরা আশাবাদী, এ আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশ একটি ভালো শাসনব্যবস্থার দিকে এগিয়ে যাবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ