বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জে বন্যা : পানি কমলেও ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও পানির সংকট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি কমার পরও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন। জেলা সদর উপজেলার নারায়নপুর ও চর আলাতুলী ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ বন্যায় দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন।

বন্যা প্লাবিত হয়েছে জেলা শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর ও দূর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। পদ্মা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১ সে.মি. কমে বর্তমানে বিপৎসীমার ৩৩ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলায় এখন বন্যার শঙ্কা নেই।

অতিরিক্ত বৃষ্টি এবং ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেয়ার ফলে পদ্মা তীরবর্তী সদর ও শিবগঞ্জের চরাঞ্চলের প্রায় ১২ হাজার পরিবার এক সপ্তাহ ধরে পানিবন্দি অবস্থায় ছিলেন। এছাড়া প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে যাওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। নদী ভাঙ্গন ও বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সবচেয়ে বেশি দূর্ভোগে পড়েছেন নারায়নপুর ও চর আলাতুলী এলাকার মানুষ।

সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন জানান, তার এলাকায় প্রায় ৮০০ পরিবার পানিবন্দি অবস্থায় এক সপ্তাহ ধরে রয়েছেন। সরকারি চাল ও শুকনো খাবারের বরাদ্দ রয়েছে, তবে এটি প্রয়োজনের তুলনায় সীমিত।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. ইয়াছিন আলী বলেন, নিম্নাঞ্চলের ২ হাজার হেক্টর জমির ফসল অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব জানান, পদ্মা নদীর পাঙখা পয়েন্টে ২৪ ঘন্টায় পানি ১ সে.মি. কমে বিপৎসীমার ৩ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২-৩ দিন এই অবস্থা থাকার পর পানি আরও কমতে পারে। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ