বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ।। ২৯ শ্রাবণ ১৪৩২ ।। ১৯ সফর ১৪৪৭


সিরাজগঞ্জে রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে তারা উল্লাপাড়া রেলস্টেশনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার ৯ বছর পার হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। এতে পড়াশোনার মান ব্যাহত হচ্ছে এবং নানা সমস্যায় পড়ছেন তারা। দ্রুত ক্যাম্পাস নির্মাণের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

উল্লাপাড়া রেলস্টেশনের মাস্টার মাসুম বলেন, অবরোধের কারণে আপাতত রেল চলাচল বন্ধ রয়েছে। এতে একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটবে। রেল বিভাগ জানিয়েছে, প্রতিদিন এই রুটে ৩০টি যাত্রীবাহী ও কয়েকটি মালবাহী ট্রেন চলাচল করে।

অবরোধের কারণে ঢাকা থেকে আসা ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস মোহনপুর স্টেশনে আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ