বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ

শিবচরে মাদরাসা ও এতিমখানা বন্ধের অপচেষ্টা, আলেমদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের শিবচরে আব্দুল খালেক চৌধুরী মাদরাসা ও এতিমখানা বন্ধের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় আলেমরা।

গত শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উৎরাইল গ্রামে অবস্থিত মাদরাসায় প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশবিরোধী ফরায়েজী আন্দোলনের অমর নেতা হাজী শরিয়ত উল্লাহর ৭ম বংশধর পীরজাদা হযরত মাওলানা হানজালা।

এসময় বক্তারা বলেন, 'দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর যেকোনো ধরনের জুলুম-অপচেষ্টা রুখে দিতে আলেম সমাজের লোকজনদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এগিয়ে আসতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা হানজালা বলেন, 'উৎরাইলের এই এতিমখানা ও মাদরাসার পাশে আমরা রয়েছি। কোনো দুষ্কৃতিকারী এই প্রতিষ্ঠানের ক্ষতি করতে এলে আমরা সবাইকে নিয়ে রুখে দাঁড়াবো। এখানে ছোট ছোট বাচ্চারা কুরআন শিক্ষা নিচ্ছে। এই প্রতিষ্ঠানের দায়িত্ব এখন আমাদের। কেউ যদি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করতে আসে তবে তাদের রুখে দিতে হবে।'

মাদরাসার দায়িত্বররত প্রধান পরিচালক রোকন উদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে মাদরাসা প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় সালাউদ্দিন চৌধুরীর স্ত্রী রত্না বেগম স্বামীকে প্ররোচিত করে একটি সংঘবদ্ধ চক্র মাদরাসায় একবার তালাবদ্ধ করে। দুইবার গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর মাদরাসার শিক্ষকের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। মাদরাসাটি যাতে বন্ধ হয়ে যায় এই অপচেষ্টা করে যাচ্ছে চক্রটি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ