বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

শ্রীমঙ্গলে খিদমাহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার প্রতিনিধি)

ভবিষ্যৎ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করতে এবং খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গলের ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুপর্ণা লাহিরী ও দেবতোষ দাশ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার।

তিনি বলেন, “রক্তদান মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। একজন রোগীর কাছে একজন রক্তদাতা যেন ফেরেশতার মতো। খিদমাহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকরা নীরবে-নিভৃতে এই মহান কাজ করে যাচ্ছেন।”

এসময় বক্তারা বলেন, “রক্তদান শুধু একজন মানুষকে বাঁচানো নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব ও মানবিক কর্তব্য। তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়।”

আলোচনা সভা শেষে খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার স্বেচ্ছাসেবক হিসেবে রক্তদানে বিশেষ অবদানের জন্য হাফিজ মাসুম আহমেদ, মো. তুহিন আহমদ, মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, মো. ইব্রাহিম খলিল, আলাল আহমদ, মামুনুর রশীদ মাসুম, ওলিউর রহমান, আজমল হোসাইন, আশিকুর রহমান চৌধুরী, আজিজুর রহমান ও সৌরভ পালকে "সম্মাননা স্মারক" প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য খলিলুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ