শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

পারিবারিক বিরোধে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বরিশাল সদর উপজেলার কাশিপুরে পারিবারিক বিরোধের জেরে লিটু সিকদার (৪২) নামে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোট ভাই সুমন সিকদার (৩৫) ও বোন মুন্নি (৩৮)। হামলার সময় ঘরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগও করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিটু সিকদার বিল্ববাড়ী গ্রামের নজির সিকদারের ছেলে। হামলায় গুরুতর আহত দুই ভাই-বোনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মুন্নি জানান, তার স্বামী জাকির হোসেন গাজী গোপনে আরেকটি বিয়ে করায় দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে সম্প্রতি তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করেন। বৃহস্পতিবার মামলার এক শুনানিতে জামিন পেয়ে ভাই লিটু সিকদার পুলিশের উপস্থিতিতে তাকে বাড়িতে পৌঁছে দিতে আসেন। এ সময় অতর্কিতে একদল লোক তাদের ওপর হামলা চালায়। পুলিশের সামনেই তারা ঘরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং লিটুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। হামলায় তিনজনই গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা লিটু সিকদারকে কুপিয়ে একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। আহত সুমন ও মুন্নির অবস্থাও সংকটজনক।

ঘটনার পর পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবি জানালেও স্থানীয় এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কল কেটে দেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ