বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

চাঁদপুর জেলা কওমী সংগঠনের উদ্যোগে পরিচালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান

কওমি মাদরাসাসমূহের পরিচালকদের দক্ষতা ও নেতৃত্বগুণ বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলা কওমী সংগঠনের উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়ে মধ্যদুপুর পর্যন্ত এ কর্মশালা চলে। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর বড় স্টেশন মাদরাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম ক্বাসেমী।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইতমিনান পাবলিকেশন্স (বোর্ড বাংলাদেশ)-এর পরিচালক এবং মাদরাসা আবু হুরায়রা, ডেমরা, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ মুসা খান।

তিনি প্রশিক্ষণে মাদরাসা পরিচালনার আধুনিক দৃষ্টিভঙ্গি, সুনির্দিষ্ট পরিকল্পনা ও ব্যবস্থাপনা, শিক্ষক পরিচালনা, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সংযোগ, আর্থিক স্বচ্ছতা এবং কারিকুলাম বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজকরা জানান, “বাংলাদেশে হাজার হাজার কওমি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও পরিচালকদের জন্য কাঠামোগত প্রশিক্ষণের ব্যবস্থা অত্যন্ত সীমিত। ফলে প্রতিষ্ঠানগুলোর সংখ্যা বাড়লেও গুণগত মানের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এ প্রেক্ষিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।”

প্রশিক্ষক মাওলানা মুসা খান জানান, ২০২২ সাল থেকে মাদরাসা আবু হুরায়রা, ডেমরা, ঢাকায় নিয়মিতভাবে প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে। 

তিনি আরও জানান, আগামী ১০, ১১ ও ১২ আগস্ট ২০২৫ তারিখে আবাসিক ব্যবস্থাপনায় মাদরাসা আবু হুরায়রা ডেমরা ঢাকায়  আরেকটি পরিচালক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় হিসেবে অভিহিত করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ