শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা

হেফাজতের মরহুম চার শীর্ষ নেতার ওপর কনফারেন্স করবে শায়খুল হাদীস পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খুল হাদীস পরিষদের নির্বাহী কমিটির বৈঠক সোমবার (২৮ জুলাই) বাদ মাগরিব রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) হেফাজতে ইসলামের মরহুম চার শীর্ষ নেতার জীবন ও কর্ম শীর্ষক জাতীয় কনফারেন্স আয়োজনের সিদ্ধান্ত হয়।

কনফারেন্সে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও  কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এবং সাবেক মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হুসাইন কাসেমী রহ. ও আল্লামা নুরুল ইসলাম জিহাদী রহ.- তাদের  জীবন ও কর্ম , দীনি খেদমত ও উম্মাহর প্রতি অবদান নিয়ে প্রতিনিধিত্বশীল উলামায় কেরাম এবং দ্বীনদার বুদ্ধিজীবীরা আলোচনায় অংশ নেবেন ।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদকে আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস পরিষদের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।

বৈঠকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং পৃষ্ঠপোষক মাওলানা মামুনুল হক।

সভায় উপস্থিত ছিলেন— সহ-সভাপতি মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমাদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা শামসুল আলম, অফিস সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাসনুন মুহিবুল্লাহ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহফুজ হায়দার, নির্বাহী সদস্য মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী, মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা নিয়ামতুল্লাহ আমীন, মাওলানা মিজানুর রহমান মিসবাহ প্রমুখ।

সভা শেষে শায়খুল হাদীস পরিষদের সাবেক সভাপতি ও বর্তমান পৃষ্ঠপোষক মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং নির্বাহী সদস্য এহতেশামুল হক নোমানসহ অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ