সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

অপসংস্কৃতি রুখতে ঐক্যবদ্ধ হোন: মাধবপুর উলামা পরিষদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

অপসংস্কৃতি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে হবিগঞ্জের মাধবপুর উলামা পরিষদ। সংগঠনটির সম্মেলনে বক্তারা বলেছেন, সমাজকে মাদকমুক্ত করতে হবে। বেহায়াপনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সামাজিক বিশৃঙ্খলারোধে সবাইকে পদক্ষেপ নিতে হবে। এই সমাজকে নৈতিকতার সড়কে তুলে আনতে হবে। 

মঙ্গলবার (১০ জুন) সকালে মাধবপুর মারকাজুদ তাহমিদ মিলনায়তনে সংগঠনটির ঈদ পুনর্মিলনী ও ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দীন। সভা পরিচালনা করেন মাওলানা হাসিবুল হাসান নূরী। 

সংগঠনের সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দীন বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা একত্র আছি। আমরা কারো বিরুদ্ধে বলি না, কেবল হকের আওয়াজ তুলেছি। 

সংগঠনের কাজ বেগবান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্যকে তুলে ধরবার জন্য, অপসংস্কৃতি রুখতে উলামা পরিষদকে শক্তিশালী করার বিকল্প নেই। 

মুফতি ওয়াজেদ আলী বলেন, আমরা ঐক্যবদ্ধ থেকে সমাজকে আলোকিত করতে চাই। গত সেশনে আমাদের কাজের ত্রুটি থাকলেও অনেক বাণী আছে। তিনি বলেন, আমরা তাকওয়ার সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছি। আল্লাহর নুসরত আমাদের সঙ্গে ছিল। আলহামদুলিল্লাহ। 

মাধবপুর উপজেলা উলামা পরিষদ সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, আমি সবসময় আমানতের সঙ্গে দায়িত্ব পালন করেছি। আগামী দিনে যারাই দায়িত্বে আসবেন তাদের সঙ্গে আমরা কাজ করবো। একে ব্রান্ড বানিয়ে কাজ করবো ইনশাল্লাহ।

এছাড়াও বক্তব্য দেন মাওলানা আনোয়ার হুসাইন, মাওলানা মারগুবুর রাহমান, মাওলানা মহিউদ্দীন সালিম, মাওলানা হাম্মাদ আলমগীর।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ