সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

সিলেটে বন্যা: আশ্রয়কেন্দ্রে নেই ঈদের হাসি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে এবারের ঈদুল আজহা কেটেছে আশ্রয়কেন্দ্রে থাকা বন্যাদুর্গত মানুষের সীমাহীন কষ্ট আর চোখের জলে। কোরবানির ঈদ—ত্যাগের মহিমায় উজ্জ্বল হলেও বাস্তবতা যেন এখানে শুধুই দুর্ভোগ।

জকিগঞ্জ উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নের ২৫-৩০টি গ্রামের মানুষ এবারের দীর্ঘস্থায়ী বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বহু গ্রাম প্লাবিত করে ফেলেছে। অনেকের ঘরবাড়ি, আসবাবপত্র এমনকি জামাকাপড়ও ভেসে গেছে। ফলে ঈদ উদযাপন তো দূরের কথা, জীবনের মৌলিক প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছেন তারা।

শনিবার (৭ জুন) ঈদের সকালে খলাছড়া ইউনিয়নের ঈদগাহ বাজার এলাকার একটি আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে আশ্রয় নেওয়া শতাধিক মানুষের মুখে ঈদের কোনো আনন্দ নেই। সকালের নাস্তা বলতে পান্তা বা মুড়ি, কোনো বাড়তি খাবার নেই। কেউ কেউ অস্থায়ী চুলায় হাড়ি চাপিয়ে চাল-ডাল জোগাড় করেছেন কোনোমতে, কিন্তু কোরবানির গোশতের দেখা নেই।

"ঈদ মানেই আনন্দ, কিন্তু এবার আমাদের ঈদ মানে কষ্টের আরেকটি দিন,"—বললেন ধলিগাঁও গ্রামের জামিল আহমদ। তাঁর ঘরে এখনো পানি, বেড়া ভেঙে গেছে, তাই পরিবারসহ আশ্রয় নিয়েছেন স্কুলঘরে।

একই গ্রামের ফয়জুর রহমান জানালেন, "ঘরের ভেতর পলিমাটি ঢুকে সব কিছু নষ্ট হয়ে গেছে। এখনো পানি জমে আছে। ঈদ কিভাবে করব, ভাবতেই পারছি না।"

পশ্চিম লোহারমহল গ্রামের কামাল উদ্দিন বলেন, "৪৪ বছরে এই প্রথম আমি আশ্রয়কেন্দ্রে ঈদ করলাম। ঘরে ঢোকার উপায় নেই। কোরবানির ঈদে গোশত খাওয়াও কপালে নেই!"

বিধবা সুনিয়া বেগমের কণ্ঠে শোনা গেল দীর্ঘশ্বাস: "একটা সন্তানকে নিয়ে কোনোভাবে টিকে আছি। আশ্রয়কেন্দ্রে কোরবানির গোশত পাওয়ার আশা করিও না। গ্রামের লোকজন আগে দিত, এখন তো সবাই পানিবন্দি।"

আফিয়া বেগম নামের এক নারী জানান, "ছয় সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারীও কাজ হারিয়েছে বন্যায়। ঘর হারিয়ে এখন সবাই মিলে এ কেন্দ্রে থাকছি। ঈদের কিছুই বুঝতে পারছি না, শুধু দিন পার করছি।"

মুজিবুর রহমান নামের এক বাসিন্দা বলেন, "কবে বাড়ি ফিরতে পারব জানি না। ঘর তো নেই, কোথায় ফিরব?"

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, "সরকারি বরাদ্দ অনুযায়ী আমরা আশ্রয়কেন্দ্রের লোকজনের জন্য খাবার পাঠাচ্ছি। দ্রুত সহায়তা পৌঁছাতে চেষ্টা করছি।"

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ