সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

আল ইত্তেহাদ সমাজকল্যাণ ফাউন্ডেশনের দ্বিতীয় কাউন্সিল ৯ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকারিয়া মাহমুদ

ময়মনসিংহের তারাকান্দা থানাধীন বালিখাঁ ইউনিয়ন ও আশপাশের গ্রামসমূহের নবীন আলেমদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক সামাজিক সংগঠন আল ইত্তেহাদ সমাজকল্যাণ ফাউন্ডেশন আগামী ৯ জুন দ্বিতীয় কাউন্সিল আয়োজন করতে যাচ্ছে।

সোমবার সকাল ১০টায় বালিখাঁর পারুলীতলা ক্যাডেট মাদরাসা মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সংগঠনের আহ্বায়ক মুফতি জাকির হুসাইন।

তিনি বলেন, “আল ইত্তেহাদ সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম। সমাজের দ্বীনি ও দুনিয়াবি কল্যাণ সাধনই আমাদের মূল লক্ষ্য। নবীনদের নেতৃত্বে এই সংগঠন যেন ইসলামি মূল্যবোধের আলোকে সমাজে ভ্রাতৃত্ব ও ঐক্যের বাতি জ্বালাতে পারে, আমরা সেই চেষ্টাই করছি।”

দ্বিতীয় কাউন্সিলে প্রথম কাউন্সিলের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার পাশাপাশি সাধারণ সদস্যদের মাঝে ফরম বিতরণ, গঠনতন্ত্র ও উদ্দেশ্যপত্র ঘোষণা এবং গঠিত কেন্দ্রীয় কমিটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১ এপ্রিল অনুষ্ঠিত উদ্বোধনী কাউন্সিলে মুফতি জাকির হুসাইনকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি ফোরাম গঠন করা হয়। এই কমিটির অন্য সদস্যরা হলেন– সদস্য সচিব মাওলানা মাহফুজুর রহমান, মুফতি আবু বকর সিদ্দিক, মাওলানা মুতাসিম বিল্লাহ সিয়াম ও হাফেজ মামুনুল হক।

কমিটির তত্ত্বাবধানে রয়েছেন মাওলানা সুহাইল আহমদ, মাওলানা মিকাইল ইসলাম ও মাওলানা আব্দুল হামিদ।

দ্বিতীয় কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বালিখাঁ ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোবারক হুসাইন, পারুলীতলা ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম, জামিয়া ইসলামিয়া ময়মনসিংহের মুহাদ্দিস মাওলানা মুনাওয়ার হুসাইন এবং বিএনপি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওলানা মোবারক হুসাইনসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কাউন্সিলের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ