সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৫, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার মাহেন্দ্র ও বিপরীতগামী মিজান পরিবহনের মুখোমুখি সংঘর্ষে  পিতা-পুত্রসহ ৫ জন নিহত ও ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে ফরিদপুর ও মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, সকালে ১০ /১১জন যাত্রী নিয়ে ভাঙ্গা থেকে একটি মাহেন্দ্র গাড়ি  টেকেরহাটে যাওয়ার পথে বাবলাতলা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীতগামী মিজান পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুরের শিবচরের ইব্রাহিম সরদার (৭০) ও তার ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা শেখের ছেলে তারা মিয়া (৫৪) ও অজ্ঞাত আরও এক যাত্রী (৫০)নিহত হন। এতে গুরুতর আহতরা হলেন, গিয়াস উদ্দিন (৫৫), শহীদ মোল্লা (৩২), খোকন মিয়া(২৯)।

এদিকে সচেতন স্থানীয়রা অভিযোগ করে বলেন, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় খুবই আতঙ্কে আছেন তারা।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপার (মাদারীপুর রিজিওন) মো. শাহিনুর আলম খান বলেন, বাস-মাহিন্দ্র সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ