সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

নিজ বাড়িতে তিন ভাইয়ের মাদক ব্যবসা, বিক্রি করতেন স্ত্রী'রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের নবাবগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নেশাজাতীয় ৬০০ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ একই পরিবারের তিন ভাই ও ১ স্ত্রী সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লাউগাড়ি মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মাদক বিক্রেতা এনামুল হক বাবু (২৮), ইমদাদুল হক এন্দা (৩৬), এরশাদুল ইসলাম (৩৯), ইমদাদুল হকের স্ত্রী ছখিনা খাতুন (২৮), কাজলদিঘী গ্রামের দবিরুল ইসলামের ছেলে মাদক সেবনকারী মনোয়ার হোসেন (৩৩), এবং শালখুরিয়া গ্রামের রকিবুল ইসলামের ছেলে সাজু বাবু (১৯)।

নবাবগঞ্জ থানার পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৩ জুন দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাউদপুর ইউনিয়নের লাউগাড়ি মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে একই পরিবারের তিন ভাই ও ১ স্ত্রী'সহ ৪ জনকে ৬০০ পিচ ট্যাপেনটাডলসহ গ্রেফতার করা হয়। এসময় মাদক সেবন করার দায়ে আরও দু'জনকে গ্রেফতার করা হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন নিশ্চিত করেন যে, গ্রেফতারকৃত এনামুল হক বাবুর পরিবারের সবাই মাদক বিক্রির সাথে জড়িত এবং তারা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি আরও জানান, এনামুল ও তার দুই ভাই সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজা, হিরোইন, ট্যাপেনটাডল ও ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করতেন। এরপর তারা তাদের স্ত্রীর মাধ্যমে এসব মাদক বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দামে বিক্রি করতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ