সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

৫০ ঘণ্টা পর পাওয়া গেল সেই পুলিশ সদস্যের মরদেহ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ৫০ ঘণ্টা পর পুলিশ সদস্য মো. সাইফুল ইসলামের (৩০) মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টার দিকে তার মরদেহ ভেসে ওঠে চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারের কাছাকাছি করিমবাজার ঘাটের দক্ষিণের চরে। এর ফলে সাইফুলের সহকর্মী ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাইফুল ইসলাম, যিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের মো. সিরাজুল ইসলাম এবং রহিমা বেগমের সন্তান। সাইফুল ইসলাম নোয়াখালী জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তিন বছর যাবৎ তিনি নোয়াখালীর বিভিন্ন থানায় দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় বাসিন্দা মাসুদ গণমাধ্যমকে বলেন, চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারের দক্ষিণে মেঘনা নদীর কাছাকাছি চরে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে ছবি তুলে পুলিশকে জানায়। পুলিশের উপস্থিতিতে তার পরিচয় নিশ্চিত করা হয় এবং মোবাইল ফোন থেকেও তার পরিচয় জানা যায়।

জানা গেছে, ৩১ মে শনিবার দুপুর ৩টার দিকে ভাসানচর থেকে হাতিয়ার করিমবাজার ঘাটে যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলার ডুবতে শুরু করলে, তা উল্টে যায়। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন, এর মধ্যে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া গিয়াস উদ্দিন ও রোহিঙ্গা নারী হাসিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক রোহিঙ্গা শিশু এখনও নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড স্রোতের কারণে সাইফুল ভেসে গিয়েছিলেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম গণমাধ্যমকে বলেন, সাগরে একটি মরদেহ ভেসে উঠেছে বলে তারা খবর পেয়েছেন। এরপর কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয় এবং বিকেলে ওই মরদেহটি ঢেউয়ের সঙ্গে ভেসে এসে চরে এসে পৌঁছায়। পরবর্তীতে এটি সাইফুলের মরদেহ হিসেবে শনাক্ত করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ