সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদা দাবি, মহাসড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে চাঁদাদাবি, পরিবহনে ভাঙচুর, বাস পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রভাতী-বনশ্রী পরিবহনের শ্রমিকরা।

সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জৈনাবাজার এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

প্রভাতী-বনশ্রী পরিবহনের ব্যবস্থাপক তোফায়েল আহমেদ অভিযোগ করেন, রোববার (১ জুন) রাত ২টার দিকে গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ ও তার ১৫-২০ জন সহযোগী প্রভাতী-বনশ্রী পরিবহনের স্ট্যান্ডে রাখা দুইটি বাস ভাঙচুর করে। এ সময় শ্রমিকদের মারধর করে আহত করেন তারা।

তিনি জানান, প্রতি গাড়ি থেকে ৫০০/১০০০ টাকা হাজার টাকা করে চাঁদা দাবি করেন তারা। চাঁদা না দিলে রাতে বাসে আগুন দিয়ে আমাদেরকে পুড়িয়ে হত্যার হুমকি দেন। আমাদের অনেক স্টাফ বাসেই রাতযাপন করে থাকে। এ সময় প্রতিবাদ করায় ওই পরিবহনের হেলপার আরিফ হোসেনকে তারা ধরে নিয়ে যায়। এখনো ওই হেলপার তাদের কাছে রয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদা দাবি, গাজীপুরে মহাসড়ক অবরোধ
২০ বছর আগের স্বাক্ষর জাল করে নিয়োগের অভিযোগ
এদিকে এ ঘটনায় সড়ক অবরোধ করলে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলপারকে উদ্ধার এবং তাদের বিচারের আশ্বাস দিলে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যায়। পরে সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় অভিযুক্ত ফাহিমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভবিক হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ