সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

নবাবগঞ্জে  নতুন জামা কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী, দিনাজপুর

দিনাজপুর জেলার নবাবগঞ্জে ঈদ উপলক্ষে  নতুন জামা কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস নিয়ে সুমাইয়া আক্তার নিলা (১২) নামে এক শিশু  আত্মহত্যা করেছে।  

শুক্রবার (৩০ মে) সন্ধা সাড়ে ৭ টায়   উপজেলার জয়পুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার নিলা জামালপুর গ্রামের করিম উদ্দিনের  ছোট মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়,   সুমাইয়ার  বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে বাড়িতে থাকেন সবসময়।  সুমাইয়া দু'ভাই ও দু'বোনের মধ্যে সবার ছোট,সুমাইয়া  কোরবানির ঈদের জন্য  বড় ভাইদের  নিকট নতুন কাপড়ের বায়না ধরেন। তার দু'ভাই ঢাকা ও চট্টগ্রামে কাজ করে, বেতন পেয়ে ঈদের পরে নতুন কাপড় কিনে দেওয়ার  কথা ছিলো সুমাইয়াকে।

কিন্তু গতকাল শুক্রবার বিকেলে বড় ভাইদের সাথে  কথা বলার পরে  সুমাইয়াকে  বাড়িতে  রেখে তার মা একটি বাজারে যান। এসময় পরিবারের সদস্যদের উপর অভিমান করে সুমাইয়া  শোয়ার ঘরে বাঁশের সাথে ওড়না পেচিয়ে  গলায় ফাঁস  নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। 

নিহত সুমাইয়া আক্তারের মামা শওকত আলী  জানান, আমার ভগ্নীপতী দীর্ঘদিন থেকে অসুস্থ। তার দু'ছেলেই সংসারের যাবতীয় খরচ বহন করেন। আমার ভাগ্নেরা ঈদে বাড়িতে এসে ভাগ্নিকে নতুন কাপড় কিনে দেওয়ার কথা ছিল। কিন্তু সে নতুন কাপড়েরর জন্য অভিমান করে আত্মহত্যা করে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন  জানান, খবর পেয়ে সুমাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশের একটি টিম। তবে নতুন জামা কিনে না দেওয়ার অভিমানে সুমাইয়া আত্মহত্যা করেছে বলে শুনেছি। নিহতের পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু দায়ের করে  মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ