বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে

ভোলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালুর স্তুপের নিচে পড়ে নিহত ১ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাসনাইন আহমেদ হাওলাদার (ভোলা প্রতিনিধি)

ভোলার মনপুরা উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালুর স্তুপের নিচে চাপা পড়ে ওমর (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাট সংলগ্ন এলাকার বেড়ীবাঁধ নির্মাণ কাজের বালুর স্তুপের নিচ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ওমর ওই এলাকার মনির মাঝির ছেলে। 

এর আগে, বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার মধ্য রাত ৮টার দিকে রামনেওয়াজ মৎস্য ঘাট বাজার থেকে নিখোঁজ হয় শিশুটি। শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশুটি নিখোঁজ হওয়ার পর আশপাশের জায়গায় খোঁজাখুঁজি করে পরিবার। কোথাও খুঁজে না পেয়ে চিন্তায় পড়েন পরিবারের লোকজন। পরে বিকেলে ওই বাঁধ নির্মাণের পাশ দিয়ে যাওয়া এক মহিলা পথচারী বালুর স্তুপে চাপা পড়ে থাকা শিশুটির পা দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে বালুর নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এই বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, বালুর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ