সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

খুলনায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে ১৫ হাজার মানুষ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ১৩-১৪/২ নম্বর পোল্ডারের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার সকালে হরিণখোলা গ্রামে বাঁধের প্রায় ৩০০ মিটার জায়গা ধসে গেছে। এতে হরিণখোলা, ২ নম্বর কয়রা, গোবরা, ঘাটাখালী, মদিনাবাদ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ আতঙ্কে দিন পার করছেন।

জানা যায়, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে কপোতাক্ষ নদে স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত চার ফুট বেশি উচ্চতার জোয়ার হয়।

স্থানীয়রা জানান, গতকাল সকালে ভাটার টানে পানি নামতে শুরু করলে নদের তীরবর্তী বেড়িবাঁধে হঠাৎ ফাটল দেখা দেয়। এরপর বেড়িবাঁধের প্রায় ৩০০ মিটার জায়গা নদে বিলীন হয়ে যায়। খবর পেয়ে ধসে যাওয়া স্থানগুলোয় মেরামতের কাজ শুরু করেন স্থানীয় গ্রামবাসী।

হরিণখোলা গ্রামের বাসিন্দা আজিজুল সানা বলেন, মাত্র ৩-৪ বছর আগে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। নির্মাণের সময় ওপরে ও বাঁধের দুই পাশে মাটি দেওয়া হলেও ভেতরে বালু দেওয়া হয়। এ কারণে বাঁধ দুর্বল হয়ে এখন একটু জোয়ারের পানিতে ধসে গেছে।

পাউবো খুলনা নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে হরিণখোলা এলাকার বেড়িবাঁধে ভাঙন ও দুটি স্থানে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢোকে। খবর পেয়ে তাৎক্ষণিক ভাঙনের পরিধি যাতে না বাড়ে, সে জন্য জিও ব্যাগ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে স্থায়ীভাবে বাঁধ সংস্কার কাজ শুরু হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ