সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাতে পাহাড়ধসের শঙ্কা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে গত দুই দিন ধরে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর আজ শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে করে জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। বিশেষ করে চেঙ্গী, মাইনী ও রামগড়ের ফেনী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাহাড়ধস ও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

চেঙ্গী নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় খাগড়াছড়ি শহরের পাশ ঘেঁষে থাকা কোরবানির গরুর অস্থায়ী বাজারটি এখন পানির নিচে। এতে করে গরু বিক্রেতা ও ক্রেতাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। নদীর পানি আশপাশের নিচু এলাকাগুলোতেও প্রবেশ করতে শুরু করেছে, ফলে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

এদিকে পাহাড়ঘেঁষা বসতবাড়ি ও নিম্নাঞ্চলে বসবাসকারীদের পাহাড়ধস ও বন্যার ঝুঁকির মুখে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে পাহাড়ের পাদদেশ ত্যাগ করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে একটি মনিটরিং টিম শহরের শালবন, সবুজবাগ, কলাবাগান, কুমিল্লা টিলা ও আশপাশের এলাকা পরিদর্শন করছে। এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।

এদিকে, দীঘিনালা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা সুবতি চাকমা জানান, আজ শুক্রবার খাগড়াছড়িতে ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, আগামীকাল শনিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ