বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ঈদের আগে ‘সুখবর’ পেলেন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। এর মধ্যে বেতন-ভাতা নিয়ে সুখবর পেলেন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রথমবারের মতো তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। একই সঙ্গে মে মাসের বেতনও ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-আজহার উৎসব ভাতা বাবদ চারটি চেক এবং মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১লা জুন থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের উৎসব ভাতা ও মে মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

এদিকে, অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের দীর্ঘদিনের অর্থসংকট নিরসনে বড় বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ২ হাজার কোটি টাকা এবং ‘বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে' ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ২ হাজার ২০০ কোটি টাকার বরাদ্দের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। যারা বছরের পর বছর ধরে তাদের প্রাপ্য টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের কষ্ট কিছুটা কমবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ