বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল শরীরের মরা চামড়া উঠে গেলে অজু ভাঙবে? ভূমিকম্প হওয়ার আগে সতর্কবার্তা দেবে গুগল

বিমান দুর্ঘটনায় আহতদের রক্ত দিতে যাত্রাবাড়ী থেকে রওনা দিলো নেগেটিভ রক্তধারীদের টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের রক্তের প্রয়োজন মেটাতে যাত্রাবাড়ী থেকে একটি বিশেষ রক্তদাতা টিম ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইনস্টিটিউটের উদ্দেশ্যে রওনা হয়েছে।

‘রেজিস্টেন্স ডে’ উপলক্ষে যাত্রাবাড়ীতে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়া নেগেটিভ রক্তধারী ১০ জন স্বেচ্ছাসেবক এই টিমে অংশ নেন। দুর্ঘটনায় গুরুতর আহত ও রক্তস্বল্পতায় ভোগা ব্যক্তিদের সাহায্য করতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

উল্লেখ্য, আজ দুপুর সোয়া ১টায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে প্রায় দেড় শতাধিক মানুষ। আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। প্রচণ্ড শব্দ আর আগুনের গোলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্লাস চলাকালীন দুর্ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক।

আহতদের বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ও উত্তরার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর থেকেই রক্তদানের জন্য বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এগিয়ে আসছেন বলে জানা গেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ