বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল শরীরের মরা চামড়া উঠে গেলে অজু ভাঙবে? ভূমিকম্প হওয়ার আগে সতর্কবার্তা দেবে গুগল

ঢাকায় শতভাগ বর্জ্য অপসারণ বললেও, ভিন্ন চিত্র দেখা গেল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিন ( ৭ জুন ) শনিবার বেলা ২টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা উত্তর সিটির সিটি করপোরেশন (ডিএনসিসি) আনুষ্ঠানিকভাবে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছিল।

এদিনের মধ্যেই বর্জ্য অপসারণের কথা থাকলেও আজ (৮ জুন রোববার) সরেজমিনে দেখা যায়, কোথাও কোথাও সড়কের অর্ধেকজুড়ে কোরবানির পশুর বর্জ্য জমে আছে। পচতে শুরু করা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে আশেপাশের পরিবেশ ভারি করে তুলছে।এর মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো পীরের বাগ এলাকা, মিরপুর ৬০ ফুট এলাকা, মধ্যমণিপুর, পশ্চিম আগারগাঁও এলাকা।

অথচ গতকাল রাত সাড়ে ১০টার কিছু পরে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের হালনাগাদ তথ্য জানিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ।

শুধু উত্তর সিটি নয়, গত রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি) রাতের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল।

আজ সকাল সাড়ে ৬টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরপুরের কালশী এলাকাসংলগ্ন আবাসিক এলাকা, মিরপুর–১১ নম্বরের সি ব্লক মিরপুর প্যারিস রোড, বেগম রোকেয়া সরণির শেওড়াপাড়াসহ বিভিন্ন স্থানে বর্জ্য জমে আছে।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, গতকাল বিকেলের পর কোনো এলাকায় বর্জ্য অপসারণের গাড়ি আসেনি। যে কারণে বর্জ্য বাসাবাড়ি ও এলাকার অলিগলি থেকে সংগ্রহ করা হলেও প্রধান জায়গাগুলো থেকে পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ