বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল শরীরের মরা চামড়া উঠে গেলে অজু ভাঙবে? ভূমিকম্প হওয়ার আগে সতর্কবার্তা দেবে গুগল

শেষ মুহূর্তে খাইট্টা-হোগলা ও পশুখাদ্যে জমজমাট ঈদ বাজার, দামেও আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে জমে উঠেছে কোরবানির আনুষঙ্গিক সামগ্রীর বাজার। বিশেষ করে গরু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহৃত গাছের গুঁড়ি বা ‘খাইট্টা’ এবং হোগলার চাহিদা আকাশছোঁয়া। এর সঙ্গে বেড়েছে পশুখাদ্য, বাঁশের চাটাই, ঝুড়ি, ঝাড়ু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিক্রিও।

চাঁদরাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকার কারওয়ান বাজার, মোহাম্মদপুর, শ্যামলী, আদাবরসহ বিভিন্ন মোড়ের পাশে বসেছে মৌসুমি দোকান। খাইট্টা-হোগলা বিক্রেতারা জানাচ্ছেন, ঈদের আগের তিন-চার দিনই তাঁদের জন্য সোনার খনি। এই সময়েই হয় মূল বিক্রি।

বাজারে আকার ও কাঠের ধরনভেদে একটি খাইট্টার দাম ২৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। তেঁতুল কাঠের খাইট্টা সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। কারওয়ান বাজারের খাইট্টা বিক্রেতা বাবুল মিয়া বলেন, "আমি দেড় শ’ পিস খাইট্টা এনেছি, সবই পুরান ঢাকার স মিল থেকে কাটিয়ে এনেছি। প্রতি পিসে লাভ থাকছে ১০০ থেকে ৩০০ টাকা।"

ভোলা থেকে আসা হোগলা ব্যবসায়ী মো. জাফর জানালেন, “হোগলার চাহিদা এবার ভালো। ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছি। এর সঙ্গে শুকনা ও কাঁচা ঘাসও রেখেছি। অর্ধেক বিক্রি হয়ে গেছে, বাকিটা আজই বিক্রি হয়ে যাবে আশা করি।”

অনেকেই আগেভাগেই কোরবানির পশু কিনে ফেলেছেন। ফলে পশুখাদ্যের চাহিদাও বেড়েছে। ঢাকায় প্রতি আঁটি শুকনা বা কাঁচা ঘাস বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়, ভুসি প্রতি কেজি ৬০-৮০ টাকা, খইল ১০০ টাকা এবং ধানের তুষ ৩০ টাকায়। এছাড়া কাঁঠালপাতার আঁটি বিক্রি হচ্ছে ৫০-১০০ টাকায়।

ক্রেতাদের অভিযোগ— "দাম বেশি, কিন্তু কিনতেই হচ্ছে"
কারওয়ান বাজারে হোগলা ও পশুখাদ্য কিনতে আসা তেজতুরীবাজার এলাকার বাসিন্দা পেয়ারে আহমেদ বলেন, "সব কিছুর দাম বেশি। কিন্তু কোরবানির কাজ তো ফেলে রাখা যায় না, তাই কিনতে হচ্ছে।"

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ বছর কোরবানির জন্য দেশে প্রস্তুত রয়েছে প্রায় ১ কোটি ২৪ লাখ পশু। চাহিদা রয়েছে প্রায় ১ কোটি ৪ লাখের মতো। এর প্রেক্ষিতে কোরবানিকে ঘিরে বাজারে জোগান ও চাহিদার টানাপড়েন চলছে সব পণ্যেই।

ঈদুল আজহার আগে কোরবানির আনুষঙ্গিক এসব পণ্যের দাম কিছুটা বাড়লেও প্রয়োজনের তাগিদে কিনতেই হচ্ছে। ফলে শেষ মুহূর্তের বাজারে প্রাণচাঞ্চল্য চোখে পড়ার মতো।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ