বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিশুর বারবার ঠান্ডা লাগা: কারণ ও প্রতিকার জানুন ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না! বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আবরার ফাহাদের ভাইকে ছাত্র ইউনিয়ন নেতার প্রাণনাশের হুমকি, থানায় জিডি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমসহ দু’জনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি (ডিজি) করা হয়েছে। 

শুক্রবার বিকাল ৫টায় শাহবাগ থানায় জিডি করেন নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। সাংবাদিকদের তিনি জানান, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকে বৈধতা দেয়ার চেষ্টা করছে একটি মহল। যার কারণেই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এমন হুমকি দিয়েছেন তারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করেন এই বুয়েট শিক্ষার্থী। এ সময় নিজের এবং তার পরিবার নিয়ে শঙ্কার কথা জানান তিনি। 

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ শাহবাগ থানায় একটি জিডি করেছেন। আমরা জিডিটি সাইবার ক্রাইমে পাঠিয়ে দেব। তারা এ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবে।

এর আগে, গত ২৭ মে আওয়ামী লীগ আমলের একটি রায় নিয়ে ফেসবুক পোস্ট দেন আবরার ফাহাদের ছোট ভাই। সেই পোস্ট শেয়ার দিয়ে বিরূপ মন্তব্য করেন ঢাকা মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। এরই পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় জিডি করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ