আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন।
আজ শনিবার বাংলাদেশ নিউজ পেপারস সার্কুলেশন ম্যানেজার অ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া পত্রে এ দাবি জানায় সংগঠনটি।
এতে বলা হয়, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সকল সংবাদপত্র আমরা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিক্রয় ও বিপণন করে আসছি। আপনি নিশ্চয়ই অবগত আছেন, বর্তমানে প্রিন্ট মিডিয়া শিল্প চরম সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে।
বৈশ্বিক মহামারি করোনার সময় পত্রিকার সার্কুলেশন নিচে নেমে আসে এবং পরবর্তীতেও তা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এ পত্রে আরো বলা হয়, সংবাদপত্র বিপণনের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন’-এর সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় ঢাকা থেকে প্রকাশিত সকল জাতীয় সংবাদপত্র পাঠকের নিকট পৌঁছে দিয়ে আসছি। তবে বাস্তবতা হলো, তথ্যপ্রযুক্তির এই যুগে প্রিন্ট বা ছাপানো পত্রিকার প্রতি মানুষের আগ্রহ কমেছে। অনেক সংবাদপত্র সেবী (হকার) ও সংবাদপত্র এজেন্ট এই পেশা ত্যাগ করছেন, আর যারা রয়েছেন তারাও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
পত্রিকার চাহিদা কমে যাওয়ায় সংবাদপত্র বিক্রেতারা (হকার) ঈদের পর কম পক্ষে তিন দিনের আগে আসে না।
‘অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, যদি ঈদ আগামী ৭ জুন হয় তাহলে ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত আর ঈদ ৮ জুনে অনুষ্ঠিত হলে ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত ছুটি কার্যকর করার জন্য আপনার সু-মর্জি কামনা করি।’
এসএকে/