বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিশুর বারবার ঠান্ডা লাগা: কারণ ও প্রতিকার জানুন ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না! বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কুরআনবিরোধী সুপারিশের প্রতিবাদে মানববন্ধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সম্প্রতি “নারী বিষয়ক সংস্কার কমিশন” কর্তৃক উত্থাপিত কিছু প্রস্তাবনায় কুরআনের শিক্ষা ও ইসলামী সমাজব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে—ইসলামী উত্তরাধিকার আইনে নারীদের সমান অংশ দেওয়ার আহ্বান, বহুবিবাহ নিষিদ্ধকরণ, বৈবাহিক সম্পর্ককে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করার প্রস্তাব, যৌনপেশাকে শ্রমের মর্যাদা দেওয়া এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে বিকৃত ভাষার আইনগত স্বীকৃতির চেষ্টা।

এই প্রস্তাবনাগুলো প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে “কুরআন প্রেমিক তাওহীদি জনতা” এবং “রামপুরা হাতিরঝিল থানা ইমাম, খতিব, ওলামা পরিষদ” এর যৌথ উদ্যোগে ২৩ মে শুক্রবার, জুমার নামাজের পর রাজধানীর রামপুরা ব্রিজ থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচিতে অংশ নেবেন ঢাকার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ইসলামী সংগঠনের ওলামা-মাশায়েখ, ইমাম, খতিব এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ। আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে তারা কুরআনবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে চান।

মানববন্ধনে সভাপতিত্ব করবেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম, শায়খ মুফতী হাফীজুদ্দীন দা.বা., সভাপতি—মাদানী মজলিস বাংলাদেশ এবং ভাইস প্রিন্সিপাল—জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা।

আয়োজকদের মতে, এই মানববন্ধন কুরআনপ্রেমিক জনগণের ঈমানি চেতনার প্রকাশ এবং ইসলামি মূল্যবোধ রক্ষার দৃঢ় অবস্থান। তারা আশা প্রকাশ করেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই অপচেষ্টা সংশ্লিষ্ট মহল পুনর্বিবেচনা করবে এবং মুসলিম জনতার ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও কুরআনভিত্তিক সমাজব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ