বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিশুর বারবার ঠান্ডা লাগা: কারণ ও প্রতিকার জানুন ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না! বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নারী কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে নারীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংসারে অশান্তি সৃষ্টি, নারী-পুরুষের মধ্যে বিরোধ এবং সমাজে অশ্লীলতার প্রসার ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন বক্তারা। এছাড়া এসব প্রস্তাব বাতিলের দাবিও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নারী প্রয়াসের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভানেত্রী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনীমের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন চিকিৎসক, শিক্ষিকা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে হিজাব-নিকাব পরা নারীও উপস্থিত ছিলেন। সমাজের বৃহৎ অংশের নারীদের বাদ দিয়ে কীভাবে নারী সংস্কারের প্রস্তাব করা হয়েছে, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।

তারা বলেন, ইসলাম ধর্ম অনুযায়ী নারীদের যে সম্মান ও মর্যাদা রয়েছে, প্রস্তাবিত নারী সংস্কার কমিশনের প্রস্তাব তা ক্ষুণ্ন করেছে। এমন সংস্কার পারিবারিক বন্ধন ও সামাজিক সৌন্দর্যকে ব্যাহত করতে পারে। 

বক্তারা দাবি করেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নারীর অধিকার সংরক্ষণের পরিবর্তে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি করছে। কোরআনের নির্ধারিত নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের নেই। দুটি ভিন্ন নিয়ম একই দেশে চলতে পারে না।

এই সংস্কার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং একে দ্রুত বাতিল করার দাবিও জানিয়েছেন তারা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ