বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিশুর বারবার ঠান্ডা লাগা: কারণ ও প্রতিকার জানুন ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না! বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংর্ঘষে বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সাত জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আহতদের অনেকে প্রথমে স্থানীয় পপুলার হাসপাতালে নেয়।

সেখান থেকে বিকালে ঢামেক হাসপাতাল আনা হয়েছে। 
আহতরা হচ্ছেন, আদিব, লিয়ন, ফজলে হাসান, রাজিন, নাজমুস সাকিব, আহসান শামীমসহ ৭ জন। 

সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত আহসান শামীম (১৮)। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে তাদের কলেজের অদূরে বাস থেকে নামার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়া।

তাদের ছরিকাঘাতে সিটি কলেজের অন্তত ১৪/১৫ জন আহত হয়। সেখান থেকে পপুলার হাসপাতালে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢামেক হাসপাতালে আসা হয়।
তিনি অভিযোগ করেন, ‘শুনেছি গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে, কে বা কাহারা মারধর করছে।

তা আমি জানি না। কিন্তু ওই কলেজের ছেলেরা আমাদের ওপর হামলা করেছে।’ 
অপর দিকে, ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে হাসান বলেন, ‘গতকাল আমাদের কলেজের  ইন্টারমিডিয়েট পড়ুয়া ছোটভাইদের মারধর করে অশ্লীল ছবি ধারণ করেছে। এসব নিয়ে আজ তাদের সাথে সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। আমি তাদের ফিরাতে গিয়েছিলাম। তখন আমি আহত হই।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ