সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ কওমি উদ্যোক্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দু:খপ্রকাশ করেছে কওমি মাদরাসা ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ কওমি উদ্যোক্তা।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দুঃখপ্রকাশ করে কওমি উদ্যোক্তা।

বিজ্ঞপ্তিতে কওমি উদ্যোক্তা জানায়, ক্ষুদ্র উদ্যোক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ কওমি উদ্যোক্তার আয়োজনে গতকাল (২৯ জানুয়ারি) চীন মৈত্রী আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে এক উদ্যোক্তা সন্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ধর্ম উপদেষ্টাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি আনুমানিক বিকাল ৫ টা ১৫ মিনিটে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

আরও জানায়, এমি জান্নাত নামে একজন নারী সাংবাদিককে এ অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি মর্মে তিনি ফেসবুকে পোস্ট করেছেন। আমাদের জানামতে এ অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থেকে এরূপ কোন ঘটনা ঘটেনি। আমাদের অজ্ঞাতে এরূপ কোন ঘটনা ঘটে থাকলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। এধরনের কোনো ঘটনার দায় কোনোভাবেই অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টার নয়। এরূপ কোন ঘটনার জন্য ধর্ম উপদেষ্টার ওপর দায় চাপানো অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

কওমি উদ্যোক্তা কখনোই নিউজ সংগ্রহ বা কর্মস্থলে নারীকে বাধাদান করেনি। আগামীতেও করবে না। 

উল্লেখ্য, চ্যানেল আই এর এক নারী সাংবাদিককে আমাদের একজন ভলান্টিয়ার নিজে রিসিভ করে অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং তিনি অনেকক্ষণ থেকে নিউজ ও ফুটেজ সংগ্রহ করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ