সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ

রমজানে মিরপুরে আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

পবিত্র রমজানে মিরপুরে আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। মিরপুর-১১ তে অবস্থিত বায়তুল মা'মূর মাদরাসার আয়োজনে এই কোর্সটির উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাফর আহমাদ জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এই বিশেষ আকর্ষণে আগত প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি।

মাদরাসার নাজিমে তালিমাত মুফতি আসাদুল্লাহ জানান, আমাদের কোর্সটি দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকগণের মাধ্যমেই পরিচালিত হবে, ইনশাআল্লাহ। কোর্স ফি নামেমাত্র রাখা হয়েছে এক হাজার টাকা।

কোর্সের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি জানান,

১। ইজরা পদ্ধতিতে সরফের বিশেষ মেহনত।

২। ইলমে নাহুর দুর্বলতা দূর করতে পারা।

৩। যে কোনো সিগাহ ধরতে পারা।

৪। তারকিব করতে পারা।

৫। বিশুদ্ধ ইবারত পড়তে পারা।

৬। আরবি কথোপোকথন।

৭। আরবিতে লিখতে পারা।

৮। সরফ-নাহু ও আরবির বিশেষ তামরীন।

৯। উর্দু ভাষার বেসিক ধারণা।

১০। হস্তলিপি সুন্দর করা।

কোর্সটি কাদের জন্যে রাখা হয়েছে এ বিষয়ে তিনি জানান,

১। যারা ইলমে সরফ ও ইলমে নাহুর দুর্বলতা দূর করে বিশুদ্ধ আরবি পড়তে, লিখতে ও বলতে চায়।

২। সদ্য হাফেজ হওয়া শিক্ষার্থীদের যারা কিতাব বিভাগে ভর্তি হতে চায়।

৩। যারা হস্তলিপি সুন্দর করে পরীক্ষায় ভালো ফলাফল করতে চায়।

এদিকে ১লা রমজানের পূর্বেই আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে এই ০১৭৯৭৫৯৬২৪৮, ০১৭০০৮০৬১৩০ (নগদ/বিকাশ) নাম্বারে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।  

উল্লেখ্য, মিরপুর-১১ তে অবস্থিত এই বায়তুল মা’মূর মাদরাসায় ১লা রমজান থেকে ২০শে রমজান পর্যন্ত ও ৭ই শাওয়াল থেকে নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগে তাইসীর জামাত থেকে শরহে বেকায়া পর্যন্ত ভর্তি চলবে।

ঠিকানা: নান্নু মার্কেট, ১১/এ, রোড-৮, লেন-১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ