শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্তকে ষড়যন্ত্র বললেন জাতীয় মসজিদের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

পবিত্র মক্কা শরীফ ও মদিনার মসজিদে নববীতে ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্তকে ষড়যন্ত্র হিসাবে আখ্যা দিয়েছেন বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব বরেণ্য আলেম ও শীর্ষ মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক।

তিনি বলেছেন, মসজিদে নববী ও মসজিদুল হারামে ২০ রাকাত তারাবিই পড়ে আসছে যুগ যুগ। করোনাকালীন সময়ে লম্বা সময় মসজিদে থাকা বিশ্বব্যাপী একটা আতঙ্ক ছিল। তখন ওজরের কারণে ১০ রাকাত তারাবির সিদ্ধান্ত দেয় সৌদি কর্তৃপক্ষ। ১০ রাকাত পড়ে বাকি নামাজ ঘরে গিয়ে পড়ার কথা হয় সেসময়। কিন্তু এখন তো সে ওজর নাই, সেখানে ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত একটা ষড়যন্ত্র। কে করেছে জানি না।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ পূর্ব বয়ানে এসব কথা বলেন খতিব।

এসময় দেশের শীর্ষ এই মুফতি দেশে অবস্থিত সৌদি দূতাবাসকে আহ্বান জানিয়ে বলেন, আমরা বাংলাদেশের তাওহিদী জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি। সৌদি দূতাবাস আমাদের এ দাবি পৌঁছিয়ে দিক হারামাইনের কর্তৃপক্ষ ও সৌদি সরকারের কাছে। ১৪০০ বছর যাবত মসজিদে হারাম ও নববীতে ২০ রাকাত তারাবি চলে আসছে, সেই ২০ রাকাত তারাবির ঐতিহ্য ফিরিয়ে আনার জোর দাবি আমাদের।

খতিব আশংকা প্রকাশ করে বলেন, এখন যদি আমরা সতর্ক না করি,  তাহলে সামনের প্রজন্ম তো বলে বসবে, আ্মরা ওমরায় গেছি, সেখানে ১০ রাকাত তারাবি পড়তে দেখেছি। মক্কা-মদিনাকে তারাবি ১০ রাকাতের দলিল হিসাবে ব্যবহার করার সুযোগ পাবে তারা।

খতিব বলেন, ওরা (মসজিদে হারাম ও নববীর কর্তৃপক্ষ) যদি সংশোধন করে নেয়, ২০ রাকাত তারাবি ফিরিয়ে আনে, তাহলে ভালো। আর যদি ফিরিয়ে না আনে, তারাবি নামাজকে ২০ থেকে কমিয়ে ৮ কিংবা ১০ রাকাতের সিদ্ধান্তেই পড়ে থাকে, তাহলে তা বেদআত। আমরা এ বেদআত সংশোধনের জন্য জোর দাবি জানাই।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ