শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭


সিম কার্ডের একপাশ কাটা কেন থাকে, জানেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিম কার্ড মোবাইল ফোনের প্রাণ। খেয়াল করলে দেখবেন সি কার্ডের এক কোণা কাটা থাকে। কিন্তু কেন সিম কার্ড এমন ডিজাইনে তৈরি করা হয়? এর পেছনে রয়েছে বৈজ্ঞানকি ব্যাখ্যা।

প্রথম দিকের সিম কার্ডগুলো যখন তৈরি করা হয়েছিল তখন আজকের সিম কার্ডগুলোর মতো কোণা কাটা ছিল না। এর ফলে ব্যবহারকারীদের সিম ঢোকাতে অসুবিধা হতো এবং প্রায় সময়ই মানুষেরা সিমটি উল্টো করে ঢোকাতেন। যার কারণে অনেক সময় বিপাকে পড়তে হতো। এর কথা মাথায় রেখেই টেলিকম সংস্থাগুলো সিম কার্ডটির কোণা কাটা শুরু করে, যাতে লোকেদের ঢোকাতে সমস্যা না হয়।

বিগত কয়েক বছরে সিম কার্ডের গঠনের অনেক পরিবর্তন হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, আগে যে সিমের সাইজ বড় ছিল কিন্তু এখন সেই তুলনায় অনেক ছোট করা হয়েছে। কারণ বাজারে এখন যে ফোনগুলো আসছে তাতে শুধু ছোট সিম ব্যবহার করা হয়।

নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে জিনিসগুলো পরিবর্তিত হতে থাকে এবং গ্রাহকরা যাতে আরো ভালো ও সুবিধাজনক পরিষেবা পায় সেই প্রতিযোগিতায় নেমে পড়েছে টেলিকম সংস্থাগুলোও।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ