রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক, যা বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চল। ভূমিকম্পে দেশ দুটিতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ‘তুরস্কে মৃতের সংখ্যা ৯১২ জনে পৌঁছেছে। আহত হয়েছে ৫ হাজার ৪০০ মানুষ’। এই সংখ্যা আরও বাড়তে পারে।

আজ সোমবার (০৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। ভূমিকম্পের পর তুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। টেলিভিশনে জাতির উদ্দেশে দেন ভাষণ দেন প্রেসিডেন্ট এরদোগান।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, ভূমিকম্পে ধসে পড়া কাঠামো থেকে প্রায় ২ হাজার ৪৭০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ধসে পড়েছে প্রায় তিন হাজার ভবন। এই ঘোষণার ফলে তুরস্ক ও পার্শ্ববর্তী সিরিয়ায় মৃতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়াল।

তিনি বলেন, ‘ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় ৪৫টি দেশ থেকে সহায়তার প্রস্তাব এসেছে। যেহেতু অনেক ভবনের ধ্বংসাবশেষ অপসারণের চেষ্টা চলছে, তাই আমরা নিশ্চিত জানি না নিহত ও আহতের সংখ্যা কত বাড়বে। আমরা আশা করছি, এই দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে পারব। আমি প্রার্থনা করি সৃষ্টা যেন আমাদের এবং সমগ্র মানবজাতিকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন’।

এপির প্রতিবেদনে জানা যায়, ইতোমধ্যে নেদারল্যান্ডস, রোমানিয়া, রাশিয়া, ইসরায়েল, মিশর, বুলগেরিয়া, ইউক্রেন, জার্মানি বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার প্রতি সাহায্যের হাত বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে কিছু দেশ অর্থ ও উদ্ধারকারী দল পাঠিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছে।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ